শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস পালনে প্রস্তুতি সভা
আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ১ মার্চ রবিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তা, উপজেলা চেয়াম্যান, পৌর মেয়র, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।