বাংলাদেশ কোয়ার্টারে খেলবে, আশাবাদী শফিউল
ভাগ্যচক্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ মিশনে যোগ হয়েছেন পেসার শফিউল ইসলাম। ২০১১ সালের বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ঠিক ৪ বছর পর আগের মতোই যেন ভাগ্যদেবী তার সহায় হয়েছেন। এবার পেসার আল আমিনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন শফিউল। সুযোগটা ভালভাবে কাজে লাগাতে বদ্ধ পরিকর তিনি। নিজের পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে চান বিশ্বকাপের মঞ্চে। শফিউলের বিশ্বাস, এবারের আসরে বাংলাদেশ অবশ্যই কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে। রবিবার নিউজিল্যান্ডে সংবাদ মাধ্যমের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
দলের সঙ্গে যোগ দিয়ে কেমন অনুভূতি হচ্ছে? মাঠে নামতে কতটা উদগ্রিব হয়ে আছেন; লক্ষ্যটা কি থাকবে? এমন প্রশ্নে শফিউল বলেছেন, ‘দলে যোগ দেওয়ার পর সবাই শুভেচ্ছা জানিয়েছে। খুব ভাল লাগছে। যদি সুযোগ পাই, এমন কন্ডিশনে নিজের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করব। চেষ্টা করব, গত বিশ্বকাপের মতো দলের জয়ে ভূমিকা রাখতে।’
একটা ম্যাচ হেরেছি, এখনও আমাদের জন্য অনেক সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার; বিষয়টি কিভাবে দেখছেন? এ প্রশ্নে শফিউল বলেছেন, ‘আসলে আমরা যদি ভাল খেলি, আমাদের পক্ষে অবশ্যই কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব। এক্ষেত্রে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
দলের পেস বোলিং সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা যদি ভাল লাইন-লেন্থে বল করতে পারি তাহলে যে কোনো কন্ডিশনেই ভাল করা সম্ভব। আমার মনে হয়, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভাল। রুবেল-তাসকিন-মাশরাফি ভাই অসাধরণ বল করছেন। এ ছাড়া সাকিব ও রিয়াদ ভাই ভাল করছেন। একটা দিন হয়তো আমাদের খারাপ গেছে।’
স্কটল্যান্ডের সঙ্গে দলের প্রত্যাশা কি থাকবে? এ প্রশ্নে শফিউল ইসলাম বলেছেন, ‘জিততে হলে আমাদের অবশ্যই ভাল খেলতে হবে। স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা জেতা অতটা সহজ হবে না। স্কটল্যান্ড এই কন্ডিশনে বেশ ভাল দল। আমাদের প্রত্যেককেই নিজের সেরাটা দিতে হবে; তাহলেই হয়তো জেতাটা সহজ হবে। আমরা যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারি তবে ম্যাচ জেতাটা কঠিন হবে না।’
শ্রীলঙ্কার কাছে হারের পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দল কোনো চাপ অনুভব করছে কিনা? এ প্রশ্নে শফিউল বলেছেন, ‘না কোনো চাপ নেই। যা চলে গেছে তা তো অতীত। এখন এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। একটা দিন খারাপ যেতেই পারে। সামনের খেলাটার দিকেই আমাদের ফোকাস। পেছনের ম্যাচটা যত তাড়াতাড়ি ভুলতে পারব আমাদের জন্য ততই ভাল।’