মুক্তিযোদ্ধা পরিবারকে বিনা সুদে ঋণ : অর্থমন্ত্রী
সামাজিক দায়বদ্ধতার আওতায় রাষ্ট্র মালিকানাধীন এবং অন্যান্য বেসরকারি ব্যাংকের মাধ্যমে অস্বচ্ছল, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের বিনা সুদে ঋণ প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
দশম সংসদের পঞ্চম অধিবেশনে রবিবার ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকগুলো অস্বচ্ছল, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য বিনা সুদে ঋণ প্রদান করবে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদানের লক্ষ্যে ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ব্যাংকে ন্যায়পাল নিয়োগের পরিকল্পনা আপাতত নেই।
ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংকিংখাতে শ্রেণীবিন্যাসকৃত ঋণের পরিমাণ ৫০ হাজার ১ শত ৫৫ কোটি ৭৭ লাখ টাকা।
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ১৭৫ টাকা রাজস্ব আদায় হয়েছে।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নের উত্তরে মুহিত সংসদকে জানান, দেশে ২০০৮ থেকে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিভিন্ন দফতর মোট ২ হাজার ৩৪৪ দশমিক ১৯ কেজি সোনা আটক করা হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখা হয়েছে।