খালেদা জিয়ার বাসার পুলিশ প্রত্যাহার

B-N-Pবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার করা হয়েছে।
রবিবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার ভাড়া করা বাসা ফিরোজার (বাড়ি-০১, সড়ক-৭৯, গুলশান-২) সামনে থেকে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এতদিন ফিরোজার সামনে একজন এএসআইয়ের নেতৃত্বে ৬ জন কনস্টেবল দায়িত্ব পালন করতেন। কর্তব্যরত এএসআই জহিরুল হক বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা কোর রক্ষার দায়িত্বে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। চার বছর যাবৎ এখানে ৭ জন দায়িত্ব পালন করছেন। আমি তিন মাস যাবৎ এখানে আছি। আজ (রবিবার) রাত ৮টার দিকে আমাদের সবাইকে রাজারবাগ পুলিশ লাইনে চলে যাওয়ার নির্দেশনা আসে। উপরের নির্দেশে তাই আমরা চলে যাচ্ছি।’ নতুন কেউ দায়িত্ব পালন করতে আসবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।’
উল্লেখ্য, খালেদা জিয়া ৩ জানুয়ারি থেকে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend