‘সন্ত্রাসী-নাশকতাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়’

tofael‘সন্ত্রাসী-নাশকতাকারী-জঙ্গীদের সঙ্গে কোনো সংলাপ নয়’ বলে সাফ জানিয়ে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
দশম সংসদের পঞ্চম অধিবেশনে রবিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ সংলাপ সংলাপ করেন। ৫ জানুয়ারির আগে শেখ হাসিনা সংলাপের আহ্বান করেন, টেলিফোনও করেন। কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করেন। আর এখন সংলাপ সংলাপ করেন। সংলাপ কার সঙ্গে? যারা নিষ্পাপ শিশু হত্যা করে, গরিব মেহনতি মানুষকে হত্যা করে তাদের সঙ্গে? যারা বাংলাদেশের অগ্রগতি ধ্বংস করতে চায় তাদের সঙ্গে? এ সব সন্ত্রাসী, জঙ্গী ও নাশকতাকারীদের সঙ্গে কোনদিন আমাদের সরকার সংলাপে বসবে না।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন করেননি। এটা আপনার ব্যর্থতা। ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত সংসদের মেয়াদ। ২৯ জানুয়ারির ৯০ দিন আগে যে কোনদিন নির্বাচন হতে পারে। এ জন্য বেগম খালেদা জিয়াকে প্রস্তুত থাকতে হবে। এর আগে কোনো নির্বাচনের প্রশ্নই ওঠে না।’
সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া নিষ্পাপ শিশু, গাড়ির ড্রাইভার যারা দিন আনে দিন খায়, তাদের পুড়িয়ে মারছে। বিএনপিনেত্রী নিষ্ঠুরতার চরম পরিচয় দিয়েছেন। আমরা এগিয়ে যাচ্ছি অগ্রগতির দিকে, উন্নয়নের দিকে। আর একজন খালেদা জিয়া চাচ্ছেন বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে।’
তোফায়েল বলেন, ‘আমরা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এ দেশ স্বাধীন করেছি, ছাত্রজীবন থেকে আন্দোলন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে আজ অরাজকতা করে অগ্রযাত্রা ব্যাহত করার ক্ষমতা কারো নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend