সাকিবকে টপকে দিলশান
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সোমবার সংস্থার সর্বশেষ প্রকাশিত তালিকায় সাকিবকে হটিয়ে এক নাম্বার হয়েছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।
বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন দিলশান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য পাচ্ছেন। তাই ওয়ানডের সেরা অলাউন্ডারের স্থানটি নিজের করে নিয়েছেন তিনি। ৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার আগে দিলশান। আর ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব।
এদিকে ওয়ানডের সেরা ব্যাটসম্যান হিসেবে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তারপরেই আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
এ ছাড়া এই ফরমেটের বোলিং র্যাঙ্কিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের সাইদ আজমল। আর দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। বোলিং অ্যাকশনে ক্রুটি থাকায় এবারের বিশ্বকাপে খেলছেন না এই দুইজনই।