গাজীপুরে বাসে আগুন, আহত ৫
জেলার শ্রীপুর উপজেলার বরমীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শ্রীপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার তাসাররফ হোসেন জানান, সোমবার বেলা ১২টার দিকে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা গান পাউডার ছড়িয়ে দিলে আগুন ধরে যায়। এতে বাসের সবগুলো আসন এবং ইঞ্জিনের আংশিক পুড়ে গেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, যান্ত্রিক গোলযোগের কারণে চালকের সিটের নিচ থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কেউ দগ্ধ হয়নি। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।