সিইসির সঙ্গে বিএনপির সাবেক ২ এমপির সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সাবেক হুইপ শহীদুল জামাল ও সাবেক সংসদ সদস্য আবু হেনা। সাক্ষাৎ শেষে তারা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সীমানা সংক্রান্ত গেজেটের কপিও নির্বাচন কমিশন (ইসি) থেকে নিয়েছেন।
সোমবার বিকাল ৩টায় সিইসির কক্ষে প্রায় আধা-ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বৈঠকের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বিএনপির সাবেক দুই এমপি বৈঠক করেছেন।’
তিনি জানান, সাক্ষাৎ শেষে তারা ডিসিসির সীমানা সংক্রান্ত গেজেটটিও চাইলে তাদের গেজেটের কপি দেওয়া হয়েছে।
সাক্ষাৎ শেষে শহীদুল জামাল ও আবু হেনা সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে আসিনি। ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছি। এমনি খোঁজখবর নিয়ে গেলাম মাত্র।’
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ার প্রসঙ্গে আবু হেনা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে প্রার্থী না দিলেও কাউকে না কাউকে অবশ্যই সমর্থন জানাবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি থেকে আমি এক সময় বহিষ্কৃত ছিলাম। পরে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত বিএনপিতেই রয়েছি।
সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হওয়াটা জরুরি। আমরা আনঅফিসিয়ালি এখানে এসেছি। তবে প্রার্থী হওয়ার বিষয়টি সময়মতো জানানো হবে।’
তিনি জানান, ‘সাক্ষাৎকালে সিইসি তাদের বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন দেবে। এর আগেও ইসি সিটি করপোরেশন নির্বাচন করেছে। সবগুলো সুষ্ঠু হয়েছে। এবারও সুষ্ঠু হবে। ইসি সবার অংশগ্রহণ দেখতে চায়।’
এদিকে ইসি সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য সিইসির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্য কেউ ডিসিসি নির্বাচনে প্রার্থী হতে পারেন।