নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে বোরো ফসলের ক্ষতি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামে তান্ডব চালিয়ে বনবাগান ও কৃষকের জমির বোরো ফসলের ক্ষতি সাধন করেছে বন্যহাতির দল। ২ মার্চ সোমবার গভীর রাতে উপজেলার আন্ধারুপাড়া, বুরুঙ্গা ও খলচান্দা এলাকায় ওই তান্ডব ঘটায় বন্যহাতির দল। এসব এলাকায় এখন হাতি আতংক বিরাজ করছে।
বন্যহাতির আনাগোনায় গ্রামে আতঙ্ক আর নানা শঙ্কায় পাহাড়ী মানুষের রাত কাটছে নির্ঘুম। পোড়াগাও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের ইউপি সদস্য নুর ইসলাম ও এলাকাবাসী মি. প্রদিপ জেংচাম বলেন, বন্যহাতির দল সোমবার রাতে এসেই বোরো ফসলের মাঠে নেমে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করেছে। এ সময় ৫ জন কৃষকের ৩ একর ২৫ শতাংশ জমির বোরো ফসল মাড়িয়ে খেয়ে নষ্ট করে ফেলে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, ধুরেন্দ্র মারাক, মিঃ লুইস নেংমিনজা, হাসু মিয়া, ফিরুজ মিয়া ও মিঃ মেজং সাংমা।
বাতকুচি বনবিট কর্মকর্তা আমিনুল হক বলেন, বন বাগানের তেমন ক্ষতি না করলেও কৃষকের বেরো ধান তের বেশ ক্ষতি সাধন করেছে। এই ৭০/৮০ টি বন্যহাতির দল এখন দাওধারা-কাটাবাড়ি এলাকার গহিন জঙ্গলে অবস্থান করছে। তিনি আরো বলেন, বন্যহাতির ভয়ে বন বিভাগের অফিস ঘর ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করেছেন।