ভ্রাম্যমান আদালত: শ্রীবরদীতে মাদক ব্যবসায়ীর ২ বছর কারাদন্ড

Vrammoman_Adalot_-300x180

শ্রীবরদীতে এক মাদক ব্যবসায়ীকে ২ বছর কারাদন্ড দিয়েছে ভ্র্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্ত মাদক ব্যবসায়ী দিল চান (৫৫) উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামের মৃত লালজি রবিদাসের ছেলে। আটককৃতকে বুধবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই হেলাল উদ্দিন জানান, বুধবার ভোর ৬টায় শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা শারমিনের নেতৃত্বে উপজেলার চককাউরিয়া গ্রামে দিল চাঁনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী দিল চাঁনকে আটক করা হয়। তাৎক্ষনিক দিলচানকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবা শারমিন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend