স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ১৯ কয়েদি
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের ১৯ কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত, অচল, অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্তসহ অর্ধেকের বেশি সাজা ভোগ করেছেন এমন কয়েদিরা রয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মোস্তাফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণায় সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কারাগারে অটক মুক্তিযোগ্য বন্দীদের তালিকা পাঠানোর জন্য সব জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করা হয়। পরে ৬৪ জেলার মধ্যে ২২ জেলা থেকে মুক্তিযোগ্য ৫১ বন্দীদের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে অর্ধের বেশি সাজাভোগ করেছেন ৩৪ জন, অচল ১৭ জন। বাকি ৪২ জেলায় মুক্তিযোগ্য বন্দী পাওয়া যায়নি।
সূত্র আরও জানায়, পাঠানো তালিকার মধ্যে মন্ত্রণায়ের যাচাই-বাছাই কমিটি কয়েদির বয়স, দণ্ড বিধিসহ সব আইনে বর্ণিত শাস্তির ধারা, সাজার মেয়াদ, ভোগকরা দণ্ডের সময়কাল, অপরাধ, অসুস্থার ধরন, ডাক্তারি সনদ ও জেলা ম্যাজিস্ট্রেট গঠিত বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে ১৯ জন মুক্তিযোগ্য কয়েদি পাওয়া য়ায়। এর মধ্যে অর্ধেকের বেশি ভোগ করেছেন ১৭ জন এবং অচল ২ জন কয়েদি রয়েছেন।
এ বিষয়ে কারা অধিদফতরের কারা উপ-মহাপরির্দশক একেএম ফজলুল হক বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েদির মুক্তির ব্যাপারে মঙ্গলবার মন্ত্রণালয়ে বৈঠক ছিল। বৈঠক আমি ছিলাম না, তবে কয়েদির মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।’
তিনি জানান, এখন পর্যন্ত সিদ্ধান্তের কপি কারা অধিদফতর হাতে পায়নি। তবে হাতে পেলে তাৎক্ষণিক কয়েদিদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মো. কাজেম (কয়েদিনং ৭০০০/এ), চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের মো. ওবাইদুল (কয়েদিনং ৩৩১৮/এ), পিরোজপুর জেলা কারাগারে শেখ জাদী ভাষণা (কয়েদিনং ৩৩৬১/এ), কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মো. নজরুল ইসলাম (কয়েদিনং ৩৮৩৭/এ), নোয়াখালী জেলা কারাগারে মোশারফ হোসেন (কয়েদিনং ১১৯১/এ), চুয়াডাঙ্গা জেলা কারাগারের জিয়া (কয়েদিনং ৬১৩৪/এ), বান্দরবান জেলা কারাগারে মো. ফারুক (কয়েদিনং ২২৪৮/এ), শেরপুর জেলা কারাগারের খাদেম আলী (কয়েদিনং ৩৭৩০/এ), ইস্তাজ আলী (কয়েদিনং ৩৬৮৪/এ)সহ দেশের ২২টি কারাগারের মোট ১৯ জন কয়েদি মুক্তি পাচ্ছেন।
সারাদেশের মোট ৬৮টি কারাগারে ৭১ হাজার ৮০২ জন কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন ২০ হাজার ৬৫৪ জন। এ ছাড়া ৫১ হাজার ৬৮ জন কয়েদির মামলা বিচারাধীন রয়েছেন। সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক রয়েছেন আরও ৮০ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রয়েছেন ১ হাজার ১০৩ জন।