হাতিরপুলে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, আটক ২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার প্রতিবাদে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকে চলমান হরতালের সর্মথনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার দুপুর একটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে হাতিরপুল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ও যুবলীগের হামলায় আহত হন আমির আমজাদ মুন্না, শাহনেওয়াজ, হাবিবুল বাসার, মাহবুব, আতাউর প্রমুখ। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্র হাবিবুল বাসার, তেজগাঁও কলেজের মাহবুব রহমান মিয়াজীকে এ সময় আটক করে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় নেতা আজিম হোসেন আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহনেওয়াজ, ছাত্রদল ঢাবির মাস্টারদা সূর্য সেন হলের আলতাফ হোসেন, এম আই কে সজিব, ইউনুস পিটু, জহুরুল হক হলের নাদির শাহ, এসএম হলের হাবিবুল বাসার, এম এ রহিম রনি, এফ রহমান হলের মিঠুন, আতাউর, বাসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরব, মুশফিক, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আসিফ, তেজগাঁও কলেজের মাহবুবুর রহমান মিয়াজী, বাংলা কলেজের সাকিব মো. সোহাগ প্রমুখ।