নিশা দেশাইয়ের সঙ্গে বৈঠক বসছেন ওসমান ফারুক

usa_meetবাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিএনপির পক্ষে দলটির জ্যেষ্ঠ রাজনীতিক ওসমান ফারুক মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এশীয় (দক্ষিণ এবং কেন্দ্রীয়) বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টায় (বাংলাদেশে বুধবার মধ্যরাত) স্টেট ডিপার্টমেন্টে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলমান অস্থিরতা থেকে উত্তরণের জন্য বৈঠকে স্টেট ডিপার্টমেন্টের সহায়তা চাওয়া হবে। চলমান সহিংসতা নিয়ে একাধিক নথিপত্রও সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে দেওয়া হবে। আরো জানা গেছে, বর্তমান সরকার বাংলাদেশে বহুমতের চর্চা বন্ধ করতে চায়, বর্তমান সরকার অবাধ গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই বার্তাটি বিশ্বকে দিতে চায় বিএনপি।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের একাধিক মন্ত্রী প্রায় প্রতিদিনই বিএনপির উদ্দেশ্যে বলছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। বিদেশি প্রভুরা বিএনপিকে বাঁচাতে পারবে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend