রাজধানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারে আগুন
রাজধানীর জুরাইন ও যাত্রাবাড়ী এলাকায় দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে।
সর্বশেষ সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর জুরাইনে সিল্ক সিটি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জুরাইন এলাকায় সিল্ক সিটির একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ আহত হননি।’
এর আগে যাত্রাবাড়ীর ডিসি অফিসের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্কিং করা একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডিসি অফিসের সামনে একটি পার্কিং করা পাজেরো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। এর ফলে গাড়িটির তেমন কোনো ক্ষতি হয়নি।