পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে মানববন্ধন

Powrosova-Picপৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে জেলার ৪ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। শেরপুর জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে আধা ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী পৌরসভার প্রায় আড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলররাও ওই মানববন্ধনে অংশ নিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। পরে জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের নিকট তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
এদিকে, বিকেলে একই দাবিতে পৌর টাউন হল মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের এক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় পরিষদের সভাপতি আবু লায়েস বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, বিশেষ অতিথি প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, নুরজাহান বেগম, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন, আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend