অভিজিৎ হত্যা ‘এফবিআই আসা অস্বাভাবিক নয়’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বাংলাদেশে এফবিআইয়ের প্রতিনিধি দল আসাটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই তারা এসেছেন।’
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ সব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এফবিআইয়ের সদস্যরা আমাদের গোয়েন্দা সংস্থাকে তদন্তের কাজে সহায়তা করতে এসেছেন। এর ফলে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।’
এ ঘটনায় ইতোমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেফতার করা হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঢাকাকে একটি অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ঢাকা শহরে প্রায় ২৭ হাজার পুলিশ সদস্য গত দুই মাস ধরে নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন।’
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ‘গত ৫ জানুয়ারি থেকে হরতাল-অবরোধের নামে একটি বিশেষ মহল গাড়িতে আগুন ও পেট্রোলবোমা মেরে মানুষ মারছে। তারা শুধু সাধারণ মানুষ লক্ষ্য করেই হামলা করছেন না, পুলিশ সদস্যদের ওপরও হমালা করছে। তাদের বোমার আঘাতে কনস্টেবল শামীমসহ দুই জন নারী পুলিশ সদস্যকে জীবন দিতে হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশত।’
ডিএমপির কমিশনার বলেন, গত বছর আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধে ঢাকা মহাগর পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওই বছর ১৯ হাজার ৪১৭ মামলার রুজু হয়েছে। যার ৭০ শতাংশ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।
তিনি বলেন, ‘২০১৪ সালে ডিএমপির চার জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরো ৬৪ জন পুলিশ সদস্য।’
আছাদুজ্জামান মিয়া বলেন, বিগত বছরে ঢাকা মহানগর পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য গোলাবারুদ, অবৈধ অস্ত্র, জাল নোট উদ্ধার করেছে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘণ করার অপরাধে যানবাহনকে প্রায় ২৫ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।