৩৫তম বিসিএসে ২৫ জনের প্রার্থিতা বাতিল
৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন কারণে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিসিএসসহ পিএসসির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, প্রতারণা, জালিয়াতি, দুর্নীতি, অসদাচরণের কারণে ০০০০৭১, ০০৭১৩৩, ০১৪০৮২, ০২৪৯৫৮, ০২৮৪০২, ০৪৭২১০, ০৪৯৯৬৯, ০৫৪৭৮০, ০৫৫৩৯৭, ০৮১৮৪৯, ০৮৭৩৮৫, ০৮৯৬১২, ০৯৫২১৩, ০৯৬৮৪৭, ০৯৯৮০০, ১০০৫৯৬ ও ১০৮৪৮৩ রেজিস্ট্রেশন নম্বরধারী পরীক্ষার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
নির্ধারিত ফি জমা না দেওয়ায় প্রার্থিতা বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর- ০৫৩৬১০, ০৮২৫৬১, ১৩২৫৮৭, ১৩৮২১২, ১৪৩৬০০, ১৪৯৪৫৬, ১৪৯৭৫৮ ও ৬০৫৩৪৭।
২০ প্রার্থীর নতুন রেজিস্ট্রেশন নম্বর
বিপিএসসি ফরম-১ ভুলক্রমে উপজাতি/প্রতিবন্ধী প্রার্থী হিসেবে ফরম পূরণকারী ২০ প্রার্থীর আবেদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দেওয়ায় তাদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়। এ ২০ প্রার্থীদের বৈধ নতুন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে। নতুন রেজিস্ট্রেশন নম্বরসহ পরীক্ষার হলে আসতে হবে, বাতিল করা রেজিস্ট্রেশন নম্বরের প্রবেশপত্রটি কমিশনে জমা দিতে হবে।
সরকারি চাকরি পেতে বিসিএসে এবার দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সে অনুযায়ী প্রতি পদের বিপরীতে ১৩৫ জন প্রার্থী লড়বেন।