মুন্সীগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
জেলার সিরাজদীখান উপজেলার শেখের নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার পুলিশ ক্যাম্পের কাছে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, কে বা কারা রাতের অন্ধকারে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আগুনে ওই কার্যালয়ের আসবাপত্র ও দরজা-জানালা পুড়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষ করেছে।
তিনি আরও জানান, স্থানীয়রা পুলিশ ক্যাম্পের সদস্য ও বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষনিক বালি ও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান তিনি।
– See more at: http://www.thereport24.com/article/92336/index.html#sthash.Pjuj6qHE.dpuf