ষোলশহরে শাটল ট্রেনে আগুন, আহত ১
নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় শনিবার রাতে ককটেল হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মো. সুমন (১৮) নামে এক পোশাকশ্রমিক আহত হয়েছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য শাটল ট্রেনটি প্ল্যাটফর্মে অবস্থান করছিল। কিন্তু রাত পৌনে ৯টার দিকে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল ছোড়ে ও ট্রেনের একটি বগিতে আগুন দেয়। এতে ট্রেনের তিনটি সিট পুড়ে গেছে ও পোশাকশ্রমিক মো. সুমন আহত হয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে আর কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি।
ষোলশহর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এয়ার আলী জানান, ষোলশহর স্টেশন এলাকায় ককটেল হামলায় সুমন নামে এক পোশাকশ্রমিক আহত হয়েছেন। আহত সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, ষোলশহর স্টেশন এলাকায় ককটেল হামলায় সুমন নামে এক পোশাকশ্রমিক আহত হয়ে রাত ৮টার দিকে চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সন্দ্বীপের আনোয়ার হোসেনের ছেলে এবং নগরীর পাঁচলাইশ এলাকায় থাকেন।