‘উভয়পক্ষের অনড় অবস্থানে পরিস্থিতি জটিল হচ্ছে’ -মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম

Islami-andolon‘উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমান্বয়ে আরও জটিল হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
এক বিবৃতিতে শনিবার সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, ‘সরকারের ব্যর্থতার কারণে দিন দিন বিদেশীদের হস্তক্ষেপ বৃদ্ধি পাচ্ছে, যা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য চরম হুমকিও বটে। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকার ও বিরোধী দলকে আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘দেশ এক জ্বলন্ত অগ্নিগর্ভে নিপতিত হলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ দেশের সাধারণ নাগরিকরা চরম অস্থির ও উদ্বিগ্ন অবস্থায় দিনাতিপাত করছে। দেশের প্রধান দুই জোটের রাজনৈতিক বিবাদে দেশে যে অচলাবস্থা বিরাজ করছে তা প্রত্যেক বিবেকবান নাগরিককে ভাবিয়ে তুললেও সরকার তা বুঝতে চাইছে না। দেশবাসী এ সঙ্কটের শান্তিপূর্ণ উত্তরণ চায়, এ পরিস্থিতি থেকে নিষ্কৃতি চায়।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend