পাহাড়ে ৭০ পেট্রোলবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৭০টি পেট্রোলবোমা আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়।
উপজেলার এয়াকুব নগরের নুনাছড়া দুর্গম পাহাড়ে শনিবার রাত সাড়ে ১২টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এম শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থেকে এক কিলোমিটার উত্তরে নুনাছড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ৭০টি পেট্রোলবোমা ছাড়াও ৫০টি ককটেল, চারটি দেশীয় এলজি, কুড়াল-চাপাতিসহ ১২টি দেশীয় তৈরী ধারালো অস্ত্র, রকেট প্লেয়ার তিনটি ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, সেখানে তিনটি তাঁবুরও সন্ধান পেয়েছে পুলিশ। তাঁবুতে জামায়াত-শিবিরের দলীয় কাগজপত্র পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আটকদের নাম পরিচয় এখনই জানানো যাচ্ছে না বলে জানান তিনি।