শেরপুর,শ্রীবরদী,ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শেরপুর প্রতিনিধি ‘নারীর মতায়ন মানবতার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে শিল্পকলা একাডেমীতে দিলখোশ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান প্রমুখ।
অন্যদিকে শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা এফ.এম. মোবারক আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবজানি ভৌমিক প্রমূখ বক্তব্য রাখেন। একই সময় নালিতাবাড়ী বারোমারী এলাকায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া ঝিনাইগাতীতেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উপজেলা মাধ্যমিক অফিসার রুহুল আলম তালুকদারের পরিচালনায় ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এফ.এম. মোবারক আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবজানি ভৌমিক, শ্রীবরদী এডিপি’র শিা বিষয়ক কর্মকর্তা মি. ঝান্ডা মৃ, শ্রীবরদী এপিপি ইন্সপিটিউশনের সহকারী প্রধান শিক নিলুফা ইয়াসমিন, উপজেলা সূর্যের হাঁসি কিনিক কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্র্যাক, দহেরপাড় মায়ের দোয়া মহিলা উন্নয়ন সমিতি, মহিলা ইসলামী মিশন, শিশু অধিকার বাস্তবায়নসহ সকল বেসরকারী এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ। বক্তারা নারী আন্দোলনকে সকল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, নারীরা এখন আর অবহেলিত নয়। তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন এবং আত্মবিশ্বাসী। বক্তারা সবাইকে নারীর প্রতি সহনশীল ও তাদের ন্যায্য অধিকার আদায়ে আরো বেশী সচেষ্ট হওয়ার দাবি জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, এসবিসির নির্বাহী পরিচালক নিলীপ ম্রং, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা সুমেন পোদ্দার, ব্র্যাক ওয়াশ এর ম্যানেজার আশরাফ আলী ও পল্লী মহিলা কর্ম সহায়ক সংস্থার সভানেত্রী আছিয়া বেগম প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
নালিতাবাড়ী প্রতিনিধি : ‘নারীর মতায়ন মানবতার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ৮ মার্চ রবিবার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার বাতকুচি জীবনের আলো বহুমুখী সমবায় সমিতির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির শিক্ষা প্রকল্প ওই আয়োজন করে।
আলোচনা সভায় লুৎফর রহমানের সভাপতিত্বে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জীবনের আলো বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল মতিন, শিক্ষা প্রকল্প সহায়ক ইসমাইল, শাহ আলম প্রমুখ।