যাত্রাবাড়ীতে শিবিরের গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি
রাজধানীর যাত্রাবাড়ীতে শিবিরকর্মীরা ঝটিকা মিছিল ও বাস ভাঙচুর করেছে। এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
মিছিল থেকে ককটেল নিক্ষেপের সময় পুলিশ গুলি করলে আবদুল্লাহ আল মামুন (২০) নামে এক শিবিরকর্মী আহত হন।
যাত্রাবাড়ীর ধলপুর ইসলামী হাসপাতালের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শিবিরের ২০-২৫ জন নেতাকর্মী হঠাৎ মিছিলসহ এসেই একটি যাত্রীবাহী বাস ভাঙচুর শুরু করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়লে পুলিশ গুলি করে। গুলিতে আবদুল্লাহ আল মামুন নামে এক শিবিরকর্মী আহত হন।
আল মামুন কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষের ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালে আসা এসআই আতিকুর রহমান আরও জানান, যাত্রীবাহী বাস ভাঙচুরের সময় নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন। তাদের পুলিশ সদস্যরা ধলপুর ইসলামী হাসপাতালে নিয়ে যান। তবে তাদের সংখ্যা ও পরিচয় এসআই আতিকুর রহমান জানাতে পারেননি।