নিরাপত্তা দিতে না পারলে ক্ষমতা ছাড়ুন : কাদের সিদ্দিকী

KADERকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘পেট্রোলবোমা যেই মারুক, তা প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। সবকিছু যদি খালেদা জিয়াই করতে পারে, তবে আপনি প্রধানমন্ত্রী আছেন কেন? আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব সব আপনার হাতে। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে ক্ষমতা ছাড়ুন।’
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ৪০ দিন পূর্তি উপলক্ষে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত মতবিনিময় সভায় রবিবার রাতে তিনি এ সব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন, কিন্তু আমাকে নত করতে পারবেন না। ৪০ দিন যাবৎ রাস্তায় আছি, প্রয়োজনে আরও ৪০ দিন থাকব। ৯ মাস যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানীদের সঙ্গে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আপনি কেন আলোচনা করতে পারবেন না?’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের খবর আপনি জানেন না বলেই আমাকে চেনেন না। আপনার পিতা বঙ্গবন্ধু আমাকে চিনতেন। বঙ্গবন্ধুর পদতলে ১ লাখ ৪ হাজার অস্ত্র জমা দিয়েছিলাম, যে অস্ত্র টাঙ্গাইল থেকে ঢাকায় আনতে তিন মাস সময় লেগেছিল। তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আপনার পিতার হত্যার প্রতিবাদকারী হিসেবে আবারও অনুরোধ করছি, আলোচনা করুন। শান্তির জন্য আলোচনায় কোনো পরাজয় নেই।’
দলমত নির্বিশেষে সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যতদিন দেশে শান্তি না আসবে ততদিন আমাদের সংগ্রাম চলবে।’
ভারত সরকারের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘একতরফা নির্বাচনে সায় দিয়ে আপনারা বাংলাদেশে যে সরকার বসিয়েছেন, সে সরকারকে এখনও সমর্থন করলে ভারত বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে যাবে। শুধু নরেন্দ্র মোদি নয়, দেশে শান্তি ফিরে না আসা পর্যন্ত বর্তমান জননিন্দিত সরকারের আমন্ত্রণে বিশ্বের কোনো নেতারই এই দেশে আসা ঠিক হবে না।’
মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, বঙ্গবীরের সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব হাসান রানাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend