খোকনকে আটকে ছাত্রদলের নিন্দা

bnpসংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে গ্রেফতার করে অস্বীকার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
ছাত্রদলের সহ-দফতর সম্পাদক নাজমুল হাসানের পাঠানো এক বিবৃতিতে রবিবার সন্ধ্যায় তারা বলেন, ‘আটকের পর যোগাযোগ করা সত্ত্বেও পুলিশ অস্বীকার করায় তার পরিবার ও দলের সবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আওয়ামী পুলিশের এ ধরনের পৈশাচিক আচরণে জাতি আজ হতবাক।’
বিবৃতিতে তারা বলেন, ‘গুম, খুন, গ্রেফতার করে চলমান আন্দোলন সংগ্রাম থেকে ছাত্রদলকে বিরত রাখা যাবে না। ছাত্রদল এ সব রক্তচক্ষুকে ভয় পায় না। দেশ মাতৃকার প্রয়োজনে, দেশের হৃত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল অতীতের মতো এবারও রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে এবং তা অব্যাহত থাকবে।’
তারা অবিলম্বে আনিসুর রহমান তালুকদার খোকনকে আদালতে হাজির করার আহ্বান জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
খোকনের স্ত্রী শাহ ইশরাত জাহান আজমেরী দ্য রিপোর্টকে জানান, ৬ মার্চ রাত ১০টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি গ্রুপ আনিসুর রহমান তালুকদার খোকনকে আটক করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend