আসছে পানিরোধী আইফোন
গত বছরের শেষের দিকে বাজারে এসেছিল আইফোন ৬ এবং ৬ প্লাস। তবে সেই রেশ কাটতে না কাটতেই নতুন আইফোন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, আইফোনের পরবর্তী সংস্করণ হতে যাচ্ছে ‘ওয়াটারপ্রুফ’।
অ্যাপল ইতোমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করেছে। আর এই ধারণা আরও বেশি ঘনীভূত হয়েছে কারণ অ্যাপল এমন একটি ডিজাইনের প্যাটেন্ট পেয়েছে যার মাধ্যমে কোন ইলেকট্রনিক ডিভাইসকে পানিরোধী করা সম্ভব।
তবে অ্যাপল ঠিক কোন পন্যের জন্য এই প্যাটেন্ট নিয়েছে, সে ব্যাপারে কিছু জানা না গেলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আইফোন ছাড়া অন্য কোন পন্যে ‘ওয়াটারপ্রুফ’ সিল যুক্ত করার তেমন কোন কারণ নেই।
এই প্যাটেন্টের বিষয়ে কোন মন্তব্য করেনি অ্যাপল।
উল্লেখ্য যে, বর্তমানে স্যামসাং এবং সনির তৈরি ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে রয়েছে।