ঝিনাইগাতি অবকাশ কেন্দ্রে সড়ক দুর্ঘটনায় শ্রীবরদীর ২ জন নিহত

1412838401road-accident-2শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে সোমবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার ভাঙ্গারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আজাহার আলী (৩৫) ও বালিয়াচণ্ডি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সেকান্দার আলীর ছেলে দুলাল মিয়া (৩০)।
আহতদের মধ্যে মাসুদ, রাসেল, শাহাবুদ্দিন, আবু রায়হান, আজাদ ও মাহাবুবকে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভটভটিযাত্রী সেকান্দার আলী জানান, সকাল ১১টার দিকে শ্রীবরদী উপজেলার বালিয়াচণ্ডি গ্রাম থেকে ভটভটিতে করে তারা পিকনিক করতে যান। অবকাশ কেন্দ্রের গেট দিয়ে প্রবেশ করে পাহাড়ের ঢালু রাস্তা দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি উল্টে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend