বাংলাদেশের জয়ে আনন্দে ভাসছে ফেসবুক
ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। টাইগারদের জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছে সমর্থকরা। ফেসবুকে যেন বাংলাদেশের আনন্দে ভাসছে! এখন রুবেল, মাহমুদউল্লাহর প্রশংসায় পঞ্চমুখ সবাই। পাশাপাশি ঘুরেফিরে এসেছে ঔপনিবেশিক শাসনামল আর হ্যাপির প্রসঙ্গ।
জাতিসংঘের সাবেক কর্মকর্তা আমেরিকা প্রবাসী জয় রহমান হ্যাপীর প্রসঙ্গ টেনে ফেসবুকে লিখেছেন, ভাগ্যিস মাননীয় আদালত রুবেলকে জামিন দিসিলো !! না হইলে আজকে কি অবস্থা হইত!! বিচার ব্যবস্থার উপর আস্থা ফিরা পাইতাসি।
সেমিফাইনালে খেলার প্রত্যাশা জানিয়ে ফেসবুকে প্রতিক্রিয়ায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু লিখেছেন ‘ব্রিটিশবিরোধী সংগ্রামে আবারও বাংলার জয়। স্বপ্নটা এবার আরও বেশি- সেমিফাইনাল। জয় বাংলা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবুল কালাম সোহাগ লিখেছেন, রুবেল মেক আস হ্যাপী, কনগ্রেটস রুবেল, কনগ্রেটস টাইগার…উই শ্যাল ওভারকাম!!!
সমালোচকদের প্রতি ইঙ্গিত করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ফারুক ভূইয়া রবিন ফেসবুকে লিখেছেন, অনেক দিন পর অনেক অনেক আনন্দ পেলাম। অভিনন্দন টাইগার্স… এবার সমালোচকদের জবাবে কিছু বলার পালা। বলবো। তবে জয়ের আনন্দ আরেকটু করে নেই।