হতাশায় কালোছায়া ইংলিশ শিবিরে
বাংলাদেশের কাছে হেরে চলতি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম রাউন্ড থেকেই বাড়ির পথ ধরতে হচ্ছে ইংল্যান্ডকে। শুরুতে ৪ ম্যাচের ৩টিতে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের আশায় বুক বেধেছিল দলটি। বাংলাদেশের বিপক্ষে সোমবারের এই ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে হেরে যাবে; বিষয়টি ছিল ইংলিশ শিবিরে অনেকটা চিন্তার বাইরে ছিল। তাই হারের পর হতাশায় মুহ্যমান তারা। অধিনায়ক ইয়ান মরগান ও কোচ পিটার মুরসের কথাতেই তা বুঝা গেছে।
ইয়ান মরগান যেন বিশ্বাসই করতে পারছেন না ম্যাচের ফলটা। তিনি বলেছেন, ‘এই হার চরম হতাশার। কারণ এই গ্রুপ থেকে আমাদের বিশ্বাস ও আশা ছিল আরও সামনে যেতে পারব। আমার কাছে এর চেয়ে বড় বিস্ময় আর কিছু নেই।’
এদিকে বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন ইংলিশ অধিনায়ক পিটার মুরস। পিচে বাংলাদেশের ভূমিকা যথার্থ ছিল উল্লেখ করে মুরস বলেছেন, ‘আমি মনে করি তারা সত্যি ভাল খেলেছে। রিয়াদের সেঞ্চুরিটা ছিল অসাধারণ। আমার মতে পিচে তাদের খেলাটা ছিল যথার্থ। পিচ ছিল শক্ত; যেখানে শট খেলার সুযোগ ছিল। মুশফিক-রিয়াদের জুটি ছিল অসাধারণ। তবে ২৭৫ রান খুব বেশি ছিল না। এই স্কোর চেজ করতে পারাটা আমাদের উচিত ছিল। তাদের কৃতিত্ব যে আমরা তা করতে পারিনি। আমি আশা করিনি উইকেট পেস সহায়ক হবে, যেটি তারা করতে পেরেছে। বেশিরভাগ মানুষই ভেবেছে স্পিন এই ম্যাচে প্রধান হাতিয়ার হবে। কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হয়েছে।’