উচ্ছ্বাস-উন্মাদনায় মেতেছেন প্রমীলা ক্রিকেটাররা

Salma-Khatunবাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে খেলা দেখেছেন প্রমীলা ক্রিকেটাররা। সবাই মিলে মিরপুরে অবস্থিত ক্রীড়াপল্লীতে বাংলাদেশের অসাধারণ জয় উপভোগ করেছেন। উচ্ছ্বাস-উন্মাদনায় নিয়ে প্রত্যেকটা বল, প্রত্যেকটা শট উপভোগ করেছেন তারা।
এই বিষয়ে প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘অসাধারণ এক জয় পেয়েছি আমরা। আমরা সবাই মিলে এক সঙ্গে খেলা উপভোগ করেছি। চিৎকার-চেঁচামেচিতে অনেকটা বাঁধভাঙা উল্লাস করেছি। আসলে এই অনুভূতিটা বোঝানোর মতো নয়। আমি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম, আমরা ম্যাচ জিতব। বড় ভাইদের অভিনন্দন। তারা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছে।’
প্রমীলা দলের ক্রিকেটারদের ক্যাম্প চলতে থাকায় সবাই মিরপুর ক্রীড়াপল্লীতে খেলা দেখেছেন। পেসার জাহানারা আলমের মাঝেমধ্যে গলাও শুকিয়ে যাচ্ছিল। পানিও খেতে পারছিলেন না। কাঁপছিলেন জাহানারা। তার পরও ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন বাংলাদেশের পক্ষে। আর রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসায় ভীষণ খুশি জাহানারা। তিনি বলেছেন, ‘আমাদের অসাধারণ অনুভূতি হচ্ছে। আজকে আমাদের অনেকগুলো রেকর্ড হয়েছে। ম্যাচে সেরা জুটি হয়েছে। মুশফিক ভাই অসাধারণ ব্যাটিং করেছে। রিয়াদ ভাই দারুণ এক সেঞ্চুরি করেছে। সব মিলিয়ে বাংলাদেশের রেকর্ডময় এক ম্যাচ খেলেছে। এই ম্যাচের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা মেয়েরা সবাই মিলে বাঁধভাঙা উল্লাস করেছি। সব পেসাররা দারুণ বল করেছে। রুবেল ভাইতো অসাধারণ ছিলেন। বরাবরই তিনি দলের জন্য নিবেদিত থাকেন। আর মাশরাফি ভাইয়ের কথা না বললেই নয়। তার নেতৃত্বে বাংলাদেশ দলটা অসাধারণ খেলে যাচ্ছে। স্যালুট মাশরাফি ভাইকে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend