বাংলাদেশ ক্রিকেট দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শ্রী বীরেন শিকদার এমপি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী, জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়াম্যান আরিফ খান জয় এমপি যৌথ বিবৃতিতে বিশ্বকাপ ২০১৫-এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ (বিশ) লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন। প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ টাকা করেও প্রদান করা হবে।
এক পাঠানো অভিনন্দন বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।’ সেই সাথে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)।
উল্লেখ্য, সোমবার ৯ মার্চ ২০১৫ অ্যাডিলেডে অনুষ্ঠিত বাংলাদেশ নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়েছে। এই জয়ে ৫ খেলায় ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।