বাংলাদেশ দলকে ব্রিটিশ হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বিশ্বকাপ ক্রিকেটের পুল ‘এ’ গ্রুপের খেলায় ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ ইউলকক ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বাংলাদেশ সোমবারের খেলায় ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী ধাপ কোয়ার্টার ফাইনালে ওঠার সফলতা অর্জন করে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বাংলাদেশ দলের উদ্দেশে বলেন, ‘অভিনন্দন। বাংলাদেশের ছেলেরা দারুণ খেলেছে।’
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশ দলের উদ্দেশে বলেন, ‘সাবাশ, বাংলাদেশ ভাল খেলে জিতেছে।’
অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ ইউলকক বাংলাদেশ দলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, ‘শতকের জন্য মাহমুদুল্লাহকেও অভিনন্দন। এই খেলায় জয়লাভের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের প্রতিযোগিতায় আরও এগিয়ে গেল। সামনের ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপরীতে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইল।’