নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা ৩১ মার্চের মধ্যে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রাষ্ট্র এবং আসামীপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানান, যদি উভয়পক্ষ সারসংক্ষেপ জমা দিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে সারসংক্ষেপ ছাড়াই আপিল শুনানি শুরু করা হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ আদেশ দেন।
এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বছরের ২৩ নভেম্বর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে মতিউর রহমান নিজামীর পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ আপিলের এ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।
তথ্য-প্রমাণসহ সর্বমোট ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি যুক্তি দেখানো হয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন।