সিরিয়ায় দলীয় কোন্দলে ৯ আইএস সদস্য নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দলীয় কোন্দলে ইসলামিক স্টেটের (আইএস) ৯ সদস্য নিহত হয়েছেন।
আইএসের ১০ সদস্য সিরিয়ার আল-বাব থেকে সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। আল-বাব শহরটি তুরস্ক থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। শনিবার এ ঘটনা ঘটলেও ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এ খবর জানায়।
নিহতদের মধ্যে পাঁচজন পালানোর চেষ্টা করছিল। নিহত বাকি চারজন তাদের বাধা দিচ্ছিল বলে জানানো হয়।
নয়জন ইউরোপিয়ান ও একজন তিউনিশিয়ার নাগরিক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে সংগঠনটির প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন।
তবে নিজেদের আন্তঃকোন্দলে নিহত হওয়ার ঘটনা আইএসের মধ্যে এই প্রথম নয়। এর আগে গত বছরের ডিসেম্বরে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, দুই মাসে আইএস নিজেদের ১২০ জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে। তাদের মধ্যে বেশির ভাগই বিদেশী নাগরিক, যারা নিজেদের দেশে ফেরার চেষ্টা করছিল।
আইএস পরিচালিত কারাগারে আটকে থাকা ১০ সদস্য জেল ভেঙে পালানো চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। এর আগেও পালানোর চেষ্টা করায় তাদের কারাদণ্ড দেওয়া হয় বলে রামি আব্দুল রহমান বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন।
পালাতে চাওয়া অপর পাঁচ আইএস সদস্য বেঁচে আছে। তাদের ফের কারাগারে নিয়ে গেছে সংগঠনটি। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক আইএসে যোগ দিচ্ছে বলে জানা গেছে।
সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সূত্র : রয়টার্স