আবু হেনা-জামালকে নিজের বলয়ের দাবি নাসিমের

Tareq-Ashol-BNPবিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা, শহিদুল হক জামাল ও নিজেকে একই বলয়ের বলে দাবি করলেন ‘আসল বিএনপির’ মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম।
নাসিম বলেন, ‘আমরা একই বলয়ের। কিন্তু আমাদের চেষ্টা আলাদা।’ মঙ্গলবার দুপুর ১টা ১৭ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ‘প্রস্তাবনা’ অনুষ্ঠান শেষে দ্য রিপোর্টকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১/১১-এর সময় বিএনপির বেশকিছু নেতা দলের ভেতর সংস্কার আনার চেষ্টা করেছিলেন। কেউ করেছিলেন সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। আবার কেউ করেছিলেন দলের ভেতর থেকেই আদর্শিক জায়গা থেকে। সেটা যেকোনো কারণে সফল হয়নি। আবু হেনা ও জামালরা যেভাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিএনপি ভাঙার চেষ্টা করছেন এর সঙ্গে আমি একমত নই। তবে আমরা একই বলয়ের। শুধু চেষ্টাটা আলাদা।’
এর আগে, ডিআরইউ মিলনায়তনে প্রস্তাবনা অনুষ্ঠানে নাসিম বলেন, ‘বিএনপিকে মুসলিম লীগ করার চেষ্টা বরদাশত করা হবে না। দলের কর্মকাণ্ডে হতাশ হয়ে যারা এ যড়যন্ত্রে রয়েছেন তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, অপেক্ষা করুন, আপনারা সবাই মূল্যায়িত হবেন। আগামী জুলাই মাসে কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন প্রমাণ করা হবে বিএনপি কত বড় রাজনৈতিক শক্তি।’
নাসিম আরও বলেন, ‘এ বছরের শেষার্ধে ভোট না ভাত- এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি ‘ভোট’ এর পক্ষে সমর্থন পড়ে তবে সরকারকে আগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আর যদি ‘ভাত’ জিতে তবে ২০১৯ সাল পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে।’
তিনি সন্ত্রাসী ও নাশকতা কর্মকাণ্ড বন্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি করারও প্রস্তাব করেন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নাশকতার মাস্টারমাইন্ডকে ধরে পুলিশে সোপর্দ করারও আহ্বান জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend