শ্রীবরদীতে খুদু হত্যা মামলার আসামী পিতা-পুত্র গ্রেফতার
শেরপুরের শ্রীবরদী উপজেলায় চাঞ্চল্যকর খুদু মিয়া হত্যা মামলার ২ আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ মার্চ সোমবার রাতে উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে স্থানীয় মৃত ইয়াসিন আলীর পুত্র প্রধান আসামী মঞ্জু মিয়া (৪৫) ও তার পুত্র আজাদ মিয়া (২৫)।
মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুদীপ্তা সরকার তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ৬ মার্চ শুক্রবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মঞ্জু মিয়া ও তার বাড়ির লোকজন প্রতিবেশি খুদু মিয়াকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারপিটসহ তার অন্ডকোষে আঘাত করে। গুরুতর হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় পরদিন খুদু মিয়া মারা যায়। ওই ঘটনায় তার স্ত্রী কাছমতি বেগম বাদী হয়ে মঞ্জু মিয়া ও তার পুত্র আজাদ মিয়াসহ ৭ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় তদন্ত কর্মকর্তা রিয়াদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পিতা-পুত্রকে গ্রেফতার করে।