‘ইংল্যান্ড নয়, বাংলাদেশই ভারতের কঠিন প্রতিপক্ষ’

SUNIL_GAVASKARকোয়ার্টার ফাইনালে বাংলাদেশ কার মুখোমুখি হবে? যদি চতুর্থ স্থানেই থাকে বাংলাদেশ, তাহলে ওই পুলের প্রথমে থাকা ভারতের বিপক্ষে লড়তে হবে। আর যদি তৃতীয় হয়, তাহলে দক্ষিণ আফ্রিকা। ভারত কি ভাবছে? হ্যাঁ ভারতও বাংলাদেশকে নিয়ে ভাবছে। সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ।

সোমবার অ্যাডিলেড ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছুটি করে দেওয়ার একটি টেলিভিশন সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘বাংলাদেশ নয়, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাই ভারতের জন্য তুলনামূলক সহজ হতো।’

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ভারত৷ ২৮ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছে টিম ইন্ডিয়া৷ আর মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ৷ একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে যে তিনটি ম্যাচে হেরেছে ভারত, তার মধ্যে একটি আবার বিশ্বকাপের ম্যাচ রয়েছে।

২০০৭ বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠার পথেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend