সবচেয়ে পিছিয়ে সাকিব
একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিব আল হাসান এখন পর্যন্ত মোট ১৪বার ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারের চেয়ে যা সবচাইতে বেশী। কিন্তু একটা দিক দিয়ে অন্য সবার চেয়ে পিছিয়ে রয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় এই অলরাউন্ডার। তা হলো, তিন ফরম্যাটে ২১বার ম্যাচ সেরা হওয়া সাকিবের ভাগ্যে একবারও জোটেনি বিশ্বকাপ ম্যাচের ম্যাচ সেরা হওয়ার সম্মান!
চলতি বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলছেন সাকিব। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচেও হতে পারেননি ম্যান অফ দ্য ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সোমবারের ম্যাচের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো বাংলাদেশ। সেই ম্যাচের সেরা খেলোয়াড় বিশ্বকাপে প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ।
মজার কথা হলো, গতকালের ম্যাচে রিয়াদকে ধরে এখন পর্যন্ত মোট ১০জন বাংলাদেশী ক্রিকেটার বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এই ‘বেস্ট ইলেভেন’এর শেষ জন সাকিব হতে পারেন নাকি, অন্যকেউ সেটাই এখন দেখার বিষয়।
এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা হয়েছেন যারা:
১. মিনহাজুল আবেদিন নান্নু (স্কটল্যান্ড)
২. খালেদ মাহমুদ সুজন (পাকিস্তান)
৩. মাশরাফি বিন মুর্তজা কৌশিক (ভারত)
৪. মোহাম্মদ আশরাফুল (বারমুডা)
৫. মোহাম্মদ আশরাফুল (দক্ষিন আফ্রিকা)
৬. তামিম ইকবাল (আয়ারল্যান্ড)
৭. ইমরুল কায়েস (ইংল্যান্ড)
৮. ইমরুল কায়েস (নেদারল্যান্ড)
৯. মুশফিকুর রহিম (আফগানিস্তান)
১০. মাহমুদউল্লাহ রিয়াদ (ইংল্যান্ড)