রাজধানীতে টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি
রাজধানীতে বিদ্যুৎ ভবনে টেন্ডার জমা দেয়া নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গাড়ি ভাঙচুর ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দু’টি টেন্ডার ড্রপের শেষ দিন ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে তানভীর ঠিকাদারী প্রতিষ্ঠান তানভীর গ্রুপ ও তালুকদার কনষ্ট্রাকশনের দু’টি এবং মাহবুব আলম কনষ্ট্রাকশনের একটি টেন্ডার ড্রপের পর মদীনা গ্রুপের পক্ষে টেন্ডার ড্রপের সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা টেন্ডার ড্রপে বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনাও ঘটে।
তবে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়। এসময় তারা বিদ্যুৎ বিভাগের আরেক সরকারি কর্মকর্তা যিনি একটি প্রকল্পে পরিচালকের দায়িত্বে রয়েছেন তার গাড়িতে গুলি করে। এতে গাড়িটির গ্লাস ভেঙ্গে যায়। একই সময়ে সচিবালয়ের পরিবহন পুলের সামনে ২ টি এবং সচিবালয়ের ৫ নম্বর গেটের ভেতরে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়।
সূত্র: মানবজমিন