স্বর্ণের দাম কমেছে

Gold-Jewelryআন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সোনার দাম প্রতি ভরিতে প্রায় দেড় হাজার টাকা কমানো হয়েছে বলে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারণ করা এই নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৪ হাজার ৫২১ টাকা দরে। গত ২২শে জানুয়ারি থেকে এদিন পর্যন্ত এ মানের স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৬ হাজার ১৪ টাকা।

২১ ক্যারেটের স্বর্ণ ভরিপপ্রতি ৪৩ হাজার ৯১৫ টাকার বদলে ৪২ হাজার ৪২১ টাকা দরে বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এখন বিক্রি হবে ৩৫ হাজার ৭৭৩ টাকায়। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৩৭ হাজার ২৬৬ টাকা।

আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ২৫ হাজার ৫৪৪ টাকার বদলে এখন তা ২৪ হাজার ৮৬ টাকায় বিক্রি হবে। এছাড়া রূপার দামও কমেছে। আগে প্রতি ভরি রূপার দাম ছিল এক হাজার ১০৮ টাকা। বুধবার থেকে তা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়। রূপার দাম প্রতি ভরিতে কমেছে ৫৮ টাকা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend