বিএনপির দাবি ‘গ্রেফতার’, সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়েছে : অভিযোগ স্ত্রীর

bnp_salauddinবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি এ তথ্য জানান।
হাসিনা আহমেদ বলেন, ‘উত্তরার একটি বাসা থেকে মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটের দিকে তাকে (সালাহউদ্দিন আহমেদ) তুলে নেওয়া হয়। বাসার বুয়াদের হাত-পা বেঁধে তাকে তুলে নেওয়া হয়েছে।’ তবে কে বা কারা নিয়েছে জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।
এদিকে, সালাহউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রাত (মঙ্গলবার) ১০টার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০-৩০ জনের একটি দল বিএনপির যুগ্ম-মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে।’
‘একই সাথে বাসায় কর্মরত একজন পুরুষ এবং একজন নারীকর্মীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে’ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ ও তার সঙ্গে ‘গ্রেফতার’ হওয়া দু’জনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, দলের আরেক যুগ্ম-মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেফতারের পর আত্মগোপনে থেকে সালাহউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দিতেন।
– See more at: http://www.thereport24.com/article/93348/index.html#sthash.KSF4Zpne.dpuf

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend