‘২ লাখ ৭৬ হাজার ৫৮৭টি সরকারি পদ শূন্য’

perlamentসরকারি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় মোট দুই লাখ ৭৬ হাজার ৫৮৭টি সরকারি পদ শূন্য রয়েছে বলে সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক।

জাতীয় সংসদ ভবনে বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মনোয়ারা বেগম ও খন্দকার আজিজুল হক আরজুর পৃথক দুটি প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ইসমত আরা বলেন, ‘২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী সরকারি বিভিন্ন পদে মোট ১১ লাখ ৯৪ হাজার ৪৪৯ জন চাকরিজীবী কর্মরত রয়েছেন। এ ছাড়া সরকারি পদের মধ্যে প্রথম শ্রেণীর ৪৪ হাজার ৫৪২টি, দ্বিতীয় শ্রেণীর ৪১ হাজার ৩২৬টি, তৃতীয় শ্রেণীর এক লাখ ২১ হাজার ৪৩৮টি এবং চতুর্থ শ্রেণীর ৬৯ হাজার ২৮১টি পদ শূন্য ছিল। ২০১৪ সালের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান আছে। হালনাগাদ করা তথ্য সংসদকে পরবর্তী সময়ে জানানো হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন সংস্থাগুলো শূন্য পদের বিপরীতে স্ব-স্ব সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী প্রতিবছর জনবল নিয়োগ করে থাকে। এ বছর ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার ৫২ জন এবং ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে এক হাজার ৮০৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ কার্যক্রম চলমান আছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend