সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জেলার কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার জামতৈল স্টেশন এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিত (৩২) বেলকুচি উপজেলার তামাই গ্রামের ফজল মণ্ডলের ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানান, রনজিত হেঁটে জামতৈল স্টেশন পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।