সিলেটে ছাত্রলীগের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
আধিপত্য বিস্তার নিয়ে সিলেট ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। নগরীর তালতলার নবান্ন রেস্টুরেন্টের সামনে বুধবার রাত ৮টায় ছাত্রলীগের তেলিহাওর গ্রুপ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক পীযূষ কান্তি দে গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ দ্য রিপোর্টকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে ছাত্রলীগ সূত্রে জানা গেছে, পীযূষ গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যার পর তালতলার নবান্ন রেস্টুরেন্টের সামনে জড়ো হয়ে আড্ডা দিতেন। ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক দিন থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে পীযূষ গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
পীযূষ গ্রুপের নেতাকর্মীরা বুধবার রাত ৮টার দিকে নবান্ন রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হন। এ সময় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ (তেলিহাওর) গ্রুপের নেতাকর্মীরা সেখানে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান ঘটনা শুনেছেন বলে জানান।