শ্রীবরদীর খুদু হত্যা মামলায় পিতা-পুত্রের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

Remandশ্রীবরদীর চাঞ্চল্যকর খুদু মিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত পিতা-পুত্রের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। ১২ মার্চ বুধবার বিকেলে উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুদীপ্তা সরকার তাদের ওই রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র প্রধান আসামী মঞ্জু মিয়া (৪৫) ও তার পুত্র আজাদ মিয়া (২৫)।উল্লেখ্য, ৬ মার্চ সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মঞ্জু মিয়া ও তার বাড়ির লোকজন প্রতিবেশি খুদু মিয়াকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারপিটসহ তার অন্ডকোষে আঘাত করে। গুরুতর হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় পরদিন খুদু মিয়া মারা যায়। ওই ঘটনায় তার স্ত্রী কাছমতি বেগম বাদী হয়ে মঞ্জু মিয়া ও তার পুত্র আজাদ মিয়াসহ ৭ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা রিয়াদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পিতা-পুত্রকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend