বাংলাদেশের পরিকল্পনায় ম্যাককুলাম

Hathurusingheনিউজিল্যান্ডের বিপক্ষে গত ৭ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য তা ঘরের মাঠে। তারপরও দলটা যেহেতু নিউজিল্যান্ড সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা উজ্জীবিত হতেই পারেন! নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বাংলাদেশ শিবিরের। বৃহস্পতিবার হ্যামিল্টনে সংবাদমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাককুলামকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকছে কিনা— এ সম্পর্কে তিনি বলেছেন, ‘তাকে (ম্যাককুলামকে) নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। এগুলো যদি আমরা মাঠে বাস্তবায়ন করতে পারি তবে ফল আমাদের পক্ষে আসবে। ম্যাককুলাম নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়। তাকে যত দ্রুত সম্ভব সাজঘরে ফেরাতে হবে।’
ম্যাচ নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। তাদের ভাল একটি বোলিং আক্রমণ আছে। আমরা যদি ভাল শুরু করতে পারি তবে ইতিবাচক রেজাল্ট আশা করি। আমাদের অবশ্যই মোমেন্ট টাইম ধরে রাখতে হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ৭ ম্যাচের সব ম্যাচেই আমরা জয়লাভ করেছি— এটা কি বাড়তি কোনো অনুপ্রেরণা যোগাচ্ছে? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘এটা ভিন্ন কন্ডিশনে খেলা ছিল। এখন অন্য কন্ডিশনে খেলা। নিজেদের কন্ডিশনে সবাই একটু বাড়তি সুবিধা পায়। তাদের চেপে ধরতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
দেশ ছাড়ার আগে বলেছিলেন কোয়ার্টার ফাইনাল লক্ষ্য, এটা অর্জন হয়েছে। এখন নতুন কোনো লক্ষ্য স্থির করেছেন কিনা? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি আগেই বলেছি আমরা একটি একটি করে ম্যাচ নিয়ে চিন্তা করছি। আমাদের চিন্তায় এখন নিউজিল্যান্ড। এর পর আমরা ভাবব কোয়ার্টার ফাইনাল নিয়ে। যদিও আমরা এখনো নিশ্চিত নই আমাদের প্রতিপক্ষ কে। আমরা আমাদের আগের কাজগুলো ঠিকঠাক মতো করতে চাই।’
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর দলের আত্মবিশ্বাস এখন কেমন? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। কেননা আমরা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল, যা অর্জন হয়েছে। এমন জয়ে ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, যা পরবর্তী ম্যাচগুলোতে কাজে দেবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের রেকর্ডটি অনুপ্রাণিত করছে কিনা ক্রিকেটারদের? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘অতীতে কি ঘটেছে এটা গুরুত্বপূর্ণ নয়। এটা নতুন ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ ফোকাস আছি। আমার নিউজিল্যান্ডের মাঠে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলব। সেই দিকেই দৃষ্টি এখন আমাদের।’
নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় নেই; সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ? এ প্রশ্নে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘এটা নিয়ে আমি চিন্তিত নই। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি, কে আমাদের প্রতিপক্ষ এটা নিয়ে ভাবছি না। আমি জানতে চাই না এখানে আমরা কয়টা ম্যাচ খেলেছি আর এর ইতিহাস কী।’
শেষ ৭-৮ ম্যাচে বাংলাদেশ ভাল ক্রিকেট খেলছে। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ খুব ভাল অবস্থানে আছে? এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘আমার মনে হয় গ্রুপপর্ব থেকে সেরা আটে পৌঁছে যাওয়া খুব বড় অর্জন বাংলাদেশের জন্য। অনেক কাজ করে আমরা কোয়ালিফাই করেছি। সামনে আমাদের বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend