দেশে এখন চরম অস্বাভাবিক অবস্থা : খালেদা

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জনপ্রতিনিধিত্বহীন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতা দেশে এখন এক চরম অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘যাকে যখন ইচ্ছা গ্রেফতার, অপহরণ, গুম ও খুন করা হচ্ছে। গ্রেফতারের পর অনেকের লাশ পাওয়া যাচ্ছে। অনেকের হদিসও মিলছে না।’
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম-মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের তরফ থেকে আটক করার কথা অস্বীকৃতির ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর অস্বীকারের প্রবণতা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সালাহউদ্দিন আহমেদের ঘটনায় আমরা দারুণভাবে উৎকণ্ঠিত। ক্ষমতাসীনরা এর দায় এড়াতে পারে না এবং তাদের কোনো কৈফিয়ত কারো কাছেই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে না।’
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে মিথ্যা মামলায় গ্রেফতারের পর থেকে সালাহউদ্দিন আহমেদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি ও ২০ দলীয় জোটের হয়ে কেউ কথা বললেই বর্তমান শাসকগোষ্ঠী তাকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার এক স্বৈররীতি চালু করেছে।’
জোটের পক্ষ থেকে বক্তব্য-বিবৃতি প্রদান ও কর্মসূচি ঘোষণা করায় ক্ষমতাসীনরা সালাহউদ্দিনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন বলেও বিবৃতিতে মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত মঙ্গলবার রাতের আঁধারে দরজা ভেঙে সালাহউদ্দিন আহমেদকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার ঘটনায় ক্ষমতাসীনদের সেই ক্রোধেরই বহির্প্রকাশ ঘটেছে।’
বিবৃতিতে খালেদা জিয়া অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে অবিলম্বে মুক্তির দাবি জানান।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া
দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে বেগম খালেদা জিয়া শুক্রবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
সর্বশেষ গত ১৯ জানুয়ারি খালেদা জিয়া গণমাধ্যমের সামনে কথা বলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend