সিটি মেয়র পদে মুখোমুখি সিপিবি-বাসদ
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মুখোমুখি অবস্থানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। প্রায় তিন বছর ধরে দল দু’টি একসাথে চললেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দল আলাদাভাবে তাদের দু’জন প্রার্থী ঘোষণা করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটির কর্মী সভায় ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র পদে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স এর নাম ঘোষণা করে।
অন্যদিকে বৃহস্পতিবার আলাদা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ঢাকা মহানগর কমিটির নেতা বজলুর রশিদ ফিরোজকে তাদের প্রার্থী ঘোষণা করে।
সিপিবি-বাসদের আলাদা প্রার্থী ঘোষণায় বামদলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দল দু’টি প্রায় তিন বছর যাবত বিভিন্ন ইস্যুতে জোটবদ্ধ আন্দোলন করে আসছে।
এ বিষয়ে সিপিবি’র মেয়র প্রার্থী রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের দলের মহানগর কমিটি আমাকে প্রার্থী হিসেবে চায়। তারপরও ঢাকা মহানগরকে বাসযোগ্য ও সৎ প্রার্থী যাতে পাস করে এ জন্য বামপন্থীদের একক প্রার্থী থাকলে ভাল হয়। আমরা আলোচনার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চিন্তা করছি।
এ বিষয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ বলেন, সিপিবি-বাসদ একসাথে আন্দোলন সংগ্রাম করছে। এবারের নির্বাচনেও সিপিবি-বাসদ এক সাথেই প্রার্থী দিবে। তবে সেক্ষেত্রে ঢাকা মহানগর উত্তরে সিপিবির প্রার্থী থাকবে। দক্ষিণে থাকবে আমাদের (বাসদের)।