হাসিনা-খালেদা ‘গরম পীর’: হাজি সেলিম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘গরম পীর’ আখ্যায়িত করে স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশে দুইজন ‘গরম পীর’ আছেন। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যজন খালেদা জিয়া। এদের যেকোনো একজনের গায়ে হাত দিলে পরিস্থিতি অন্য রকম হয়ে যায়। সে জন্যই কি খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা এখনো থানায় পৌঁছায় নি? এদের গায়ে হাত দিয়ে এক-এগারো সফল হতে পারেনি।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জবাব চান হাজি সেলিম।
হাজি সেলিম আরও বলেন, দয়া করে শ্যোন অ্যারেস্ট বন্ধ করেন। মানুষ বহু কষ্টে জামিন পায়। তারপর আবার গ্রেপ্তার দেখানো হয়। এটা পরিবারের জন্য যন্ত্রণাদায়ক। যা করার একবারেই করেন।
জবাবে আসাদুজ্জামান খান বলেন, এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।