রাজধানীতে হিজড়া সর্দারনী গুলিবিদ্ধ
রাজধানীর খিলক্ষেতের বড়ুরা দেওয়ানপাড়া এলাকার একটি বাসায় পিংকি শিকদার (৫০) নামে এক হিজরা সর্দারনী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ১০টায় ঘটা ওই ঘটনায় আহত পিংকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্দারনীর সঙ্গী অপর হিজরা ঐশ্বরিয়া জানায়, সে (পিংকি) বাসার রান্নাঘরে রান্না করছিল। এ সময় জানালা দিয়ে কেউ গুলি ছুঁড়লে তা তার ডান কাঁধে এসে লাগে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।
আহতের পক্ষ থেকেও কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।